কাউন্টার
ই.ও.ডি.বি. কর্মপ্রার্থীদের জন্য নিয়োগকর্তাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের কাউন্টার Skill Provider ব্যবহার সংক্রান্ত নিয়ম-কানুন কেরিয়ার কর্নার
Egiye Bangla
পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা
তথ্য-প্রযুক্তি, কারিগরী শিক্ষা ও প্রশিক্ষণ, উচ্চশিক্ষা এবং বাণিজ্য ও শিল্প দপ্তরের সক্রিয় সহযোগিতায়, শ্রম দপ্তর আগামী ২৬ জুলাই, ২০১২ "Employment Bank" শীর্ষক একটি ওয়েবসাইটের সূচনা করতে চলেছে জেনে খুশি হলাম।

চাকরি-প্রার্থী চাকরি-দাতা ও চাকরি-অনুসন্ধানে সাহায্যকারী প্রতিষ্ঠানের মধ্যে একটি মিথস্ক্রিয় মাধ্যম হয়ে উঠবে এই ওয়েবসাইটটি । এখানে চাকরি-প্রার্থীরা অনলাইনে তাদের নাম নথিভুক্ত করতে পারবেন এবং নিজেদের যোগ্যতা অনুযায়ী উপযুক্ত চাকরির সন্ধান করতে পারবেন।

যাঁদের অক্লান্ত পরিশ্রমে ও প্রচেষ্টায় এই ওয়েবসাইটটি তৈরি হয়েছে, তাঁদের প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আমি আশা করি এই উদ্যোগ আমাদের রাজ্যের যুবক যুবতীদের নিজেদের যোগ্যতার নিরিখে পছন্দ মতো কাজ খুঁজে নিতে প্রভূত সাহায্য করবে।

আমরা চাই আমাদের বেকার ভাইবোনেরা যেন Employment Bank- এর মাধ্যমে তাদের সঠিক কর্মসংস্থান ও জীবনের আলো খুঁজে পায়।