কাউন্টার
ই.ও.ডি.বি. কর্মপ্রার্থীদের জন্য নিয়োগকর্তাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের কাউন্টার Skill Provider ব্যবহার সংক্রান্ত নিয়ম-কানুন কেরিয়ার কর্নার
Egiye Bangla
শ্রীপার্থ চ্যাটার্জি, ভারপ্রাপ্ত মন্ত্রী, শিল্প ও বাণিজ্য, রাষ্ট্রায়ত্ব উদ্যোগ, শিল্প পুনর্গঠন, তথ্য-প্রযুক্তি, পরিষদীয় দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার-এর বার্তা
এটা অত্যন্ত আনন্দের কথা যে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী আগামী ২৬শে জুলাই, ২০১২ এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পোর্টালটির উদ্বোধন করছেন । এই প্রকল্পটির ভাবনা এক বছরের বেশি পুরোনো । পরে, মাননীয়া মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে তথ্যপ্রযুক্তি দপ্তর এর সঙ্গে যুক্ত হয় এবং ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ডেভেলপমেন্ট কর্পোরেশনকে (ওয়েবেল ) এই প্রকল্প নির্মাণের দায়িত্ব দেওয়া হয় ।

আমাদের রাজ্যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পোর্টাল যে ভাবনা থেকে তৈরি হচ্ছে, তাতে কর্মসংস্থান বাজারের সব অংশীদারের কাছেই এটি গুরূত্বপূর্ণ হয়ে উঠবে । যাত্রার শুভারম্ভে, এই পোর্টাল কর্মপ্রার্থী ও কর্মদাতা ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান ও কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রগুলিকেও তার ছাতার তলায় নিয়ে আসবে । ক্রমে ক্রমে, রোজগার পরিষেবা (Placement) এগেন্সীগুলি এবং পরিষেবাদাতা প্রার্থীরাও (Individual Service Seekers) এখানে নিজেদের রেজিস্ট্রি করার সুযোগ পাবেন । তবে, এই পোর্টালটি বেসরকারী রোজগার পোর্টালগুলি (Private Job Portal), যেখানে সাধারণভাবে উচ্চ আয়ের বিজ্ঞাপন থাকে, তার থেকে ভিন্ন চরিত্রের হবে । পশ্চিমবঙ্গের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পোর্টালটি কর্মপ্রার্থীদের কাছ থেকে কোনরকম ফি নেবে না, তা তিনি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার বা ক্লাস এইট পাশ দক্ষ শ্রমিকই হোন । গরীব এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের স্বার্থে, এই পোর্টালটি এমনভাবে তৈরি হয়েছে, যাতে তা তপশিলি জাতি, আদিবাসী, সংখ্যালঘু সম্প্রদায় ও দৈহিক প্রতিবন্ধী কর্মপ্রার্থীদের বিশেষ বিশেষ চাহিদা পূরণ করতে সক্ষম হয় ।

শেষ বিচারে, যেকোনো উদ্যোগের সার্থকতা সামাজিক চাহিদা পূরণে তার সাফল্যের নিরিখেই মাপা হয় । এই প্রকল্পটি তখনই সফল বলে গণ্য হবে, যখন এটি সকল ব্যবহারকারীর কাছে জনপ্রিয় হয়ে উঠবে । আমার মনে হয়, এটা সম্ভব হবে, যদি পোর্টালের সকল অংশীদারগণ এর পরিষেবার মানের (Service Level) ওপর সদা নজর রাখেন এবং নিয়মিতভাবে যে কারিগরী কাঠামোর ওপর এটি নির্মিত সেটির মানোন্নয়ন ঘটান । আমি এব্যাপারে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি ।

এই পোর্টালটি সফল সূচনার জন্যে গত কয়েকমাস ধরে শ্রম ও তথ্যপ্রযুক্তি দপ্তরের (ওয়েবেল সহ) আধিকারিকরা যেভাবে পরিশ্রম তার জন্য তাদের ধন্যবাদ জানাই । প্রযুক্তিগত সহায়তা প্রদান করার জন্য স্টেট ই-গভর্নেন্স মিশন টিমের (SeMT) সদস্যরাও ধন্যবাদার্হ । এটা খুবই আনন্দের বিষয় যে পশ্চিমবঙ্গে অবস্থিত একটি এস এম ই কোম্পানী এই পোর্টালের সফটওয়্যার ভেন্ডার হিসাবে কাজ করেছে । আসলে আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গে মেধার কোনো অভাব নেই, শুধু প্রয়োজন তার উপযুক্ত ব্যবহার, তাহলেই রাজ্যে সমৃদ্ধি আসবে ।

আমি এই দুরন্ত আশা নিয়ে শেষ করতে চাই যে অচিরেই এই এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পোর্টাল রাজ্যের যুবক-যুবতীদের কাছে কর্মসংস্থানের সিংহদ্বারে পরিণত হবে ।